গান: মালেক ভাইয়ের শাহাদাতে
কথা ও সুর: খন্দকার রাশিদুল হাসান তপন
মালেক ভাইয়ের শাহাদাতে
রক্ত রাঙা পথে
সেলিম জাফর বাকী ওরা
চলেছে একসাথে ॥
সেই পথেরই শেষ ঠিকানা
জানো কি কোনখানে
সেই পথেরই শেষ ঠিকানা
জান্নাতের বাগানে
আবে কাওসার আবে হায়াতের
পেয়ালা হাতে ॥
ফিরদাউসের দরজা থেকে
আসমানী আহ্বানে
শাহাদাতের খুশবু মেখে
চলেছে সেই খানে।
বুক ফেটে যায় কান্না ফুরায়
মালেক মালেক বলে
আমার সেলিম জাফর বাকী
কোথায় গেল চলে
না না তোমরা কেউ কেঁদো না
ওরা বেঁচে আছে ॥