গান: মন ভোমরা মজলি না তুই
কথা ও সুর: সিরাজুল ইসলাম
মন ভোমরা মজলি না তুই
রাসূল নামের রসে
ও তুই গাইলি না তাহার গুণগান
রইলি না নিজ বশে ॥
সবুজ বনের অবুঝ পাখি
ওরে সেও বসিয়া নিরালে
প্রাণ খুলিয়া গায় তাঁরই গান
সন্ধ্যা ও সকালে
ও তোর দিন গেল হায় বিষয় চিন্তায়
রাত কাটে আলসে ॥
ফুল থুইয়া তুই ওরে ভ্রমর
কুড়াইলি রে ভুল
তাই তো মধু পাইলি না রে
হারাইলি দুই কূল।
রাসূল নামের সে ফুল সুধায়
ওরে ভ্রমর ক্ষুধা তৃষ্ণা রয় না
সেই অমৃত স্বাদ পাইলো যে
আর কিছু সে চায় না
ওই নামের মালা জুড়ায় জ্বালা
মধুময় পরশে ॥