গান: মুমিন মুমিন চলো না এক সাথে
কথা ও সুর:খন্দকার রাশিদুল হাসান তপন
মুমিন মুমিন চলো না এক সাথে
খোদার বিধান কায়েম করতে
হোক না মরণ তবু ভয় কী তাতে
জান্নাত ঠিকানা জেনো মোদের এ পথে ॥
হোক না এ পথ তবু রক্তে রাঙানো
হোক না এ পথ তবু দুঃখে ভরানো
আশার আলো যে জ্বেলে রেখেছি
জান্নাত পাবো বলে এ পথে নেমেছি ॥
আসছে সুখের দিন আসছে আবার
দুঃখের অমানিশা যে কাটবে এবার
সূর্য সোনালি দিন আসছে আবার
কালেমার ঝাণ্ডা ফের উড়াবার।
মুক্তির পথে তাই হও আগুয়ান
বজ্রের মত হও আরো বেগবান
বিজয় এলো দিন নেই তো বাকি
আল্লাহ্র রহমত চির সঙ্গী ॥