গান: মুসলিম আমি সংগ্রামী আমি
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক
মুসলিম আমি সংগ্রামী আমি
আমি চির রণবীর
আল্লাহকে ছাড়া কাউকে মানি না
নারায়ে তাকবীর ॥
বিপ্লবী আমি চির সৈনিক
চির দুর্জয় চির নির্ভীক
আল-কুরআনের শমসির আমি
কুটি কুটি করি রাতের ভিড় ॥
কে সে কহে আমি ভেসে গেছি আজ
মিথ্যার সয়লাবে
শক্তি আমার দেখিও আবার
বাজবে দামামা যবে।
আল্লাহর আমি শক্তি অসীম
আলী হায়দার ইবনে কাসিম
সারা দুনিয়ার সরদার আমি
চির উন্নত উচ্চ শির ॥
মুসলিম জাগে কারবালার শেষে
কঠিন শপথ করে
লাখো শহীদের কলিজার দামে
নতুন পৃথিবী গড়ে।
সেই মুসলিম চির উদ্দাম
তাই তো বজ্র শপথ নিলাম
আল্লাহর রাজ গড়বো এবার
চির শান্তির সুখের নীড় ॥