গান: নানা রঙ ফলে ফুলে ছড়িয়ে
কথা ও সুর: তারিক মুনাওয়ার
নানা রঙ ফলে ফুলে ছড়িয়ে
শিল্পীর ছোঁয়া এক আছে জড়িয়ে ॥
আঁধারের বনে বনে
জোনাকীর ক্ষণে ক্ষণে
উড়ন্ত বিদিশার
বিমুগ্ধ সীমানায়
টলোমল সরোবর ভরিয়ে ॥
পরিচয় তাঁর আঁকা সকল দিকে
বিবেক রেখেছে তা হৃদয়ে লিখে ॥
পাখিদের কলতানে
নদীরই গানে গানে
আনন্দ অনাবিল
অনন্ত অবিরাম
ছলোছল সুধাসুর ঝরিয়ে ॥