গান: ও গো ও কামলিওয়ালা
কথা: মতিউর রহমান মল্লিক
সুর: খন্দকার রাশিদুল হাসান তপন
ও গো ও কামলিওয়ালা
ইয়া নবী সাল্লেআলা
তোমারে মনে পড়েছে
কী যে কী মন্ত্রণাতে অসহ যন্ত্রণাতে
মন আমার তোমায় স্মরেছে ॥
মানুষ আজ ধুঁকে ধুঁকে মরছে দেখ পথের ধূলায়
অভাবে অনটনে দিনে রাতে আবরু লুটায়
জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে
বিধাতার আরশ কেঁপেছে ॥
এখানে বাতাস যেন বহে আহা করুণ খেদে
নীরবে মানবতা অশ্রু ঝরায় কেঁদে কেঁদে
প্রকৃতির বিলাপ শুনে বিধূর এ সময় গুনে
বেদনায় হৃদয় ভেঙ্গেছে ॥