গান: ও প্রেমের নবী ও ধ্যানের ছবি
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক

ও প্রেমের নবী ও ধ্যানের ছবি
তোমার পানে চেয়ে ব্যাকুল ধরা
ও রবির রবি ও শ্রেষ্ঠ নবী
তোমার ছোঁয়ায় ভাঙে লৌহ কারা ॥

তোমার পথের সোনার রেখা
মুক্তির জওহর তাসবির আঁকা
নির্যাতিত প্রাণে জাগায় সাড়া
ও খোদার রাসূল ও নেতা নির্ভুল
তোমায় বিনে স্বদেশ যায় না গড়া ॥

তুমি সেরা বিপ্লবী যে
তুমি সেরা সংগ্রামী যে
জুলুম নিপাত যায় না তুমি ছাড়া
ও সেনাপতি ও মহামতি
তোমার পানে চেয়ে সর্বহারা ॥

তোমার প্রাণের সুষমাতে
নিখিল ভুবন ওঠে মেতে
তোমার প্রেমে সবই আপনহারা
ও কামলিওয়ালা ও কাওসারওয়ালা
সাগর তোমার নামে পাগলপারা ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *