গান: অ তে অজু আর আ তে আজানO Te Oju Ar A Te Azan
কথা ও সুর: মতিউর রহমান খালেদ

অ তে অজু আর আ তে আজান
মুয়াজ্জিন শুধু করে আহ্বান
ই তে ইবাদত হও মশগুল
ঈ তে বন্ধু হয় যে ঈমান
পাক্কা ঈমানদার হও মুসলমান ॥

ক তে কালিমা খ তে খোদা
অমলিন বিশ্বাসে ডাক তারে সবাই
গভীর মমতা ভরে তাঁর নাম সুরে সুরে
জপ সবে পাবে পরিত্রাণ ॥

ত তে তাকওয়াবান যদি হও
আল্লাহর অসীম রহম পাবে
থাকবে না জীবনে কোন হতাশা
দুনিয়া ও আখেরাতে সফল হবে।

প তে পাপ কাজে যাব না আর
অনাবিল শান্তির পথ ঐ ডাকে অনিবার
হৃদয় দুয়ার খুলে সুবিমল প্রত্যয়ে
বিশ্বাসে হও আগুয়ান ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *