গান: ওগো রাসূল প্রিয় রাসূল প্রাণের রাসূল
কথা ও সুর: আবুল হোসাইন মাহমুদ
ওগো রাসূল প্রিয় রাসূল প্রাণের রাসূল
তোমারই জন্যে এ বিশ্বে মোরা
আলো পেয়েছি পেয়েছি কুল ॥
তোমারই জন্যে এ বিশ্ব থেকে
দূর হলো যতো পাপ অনাচার
তোমারই জন্যে হেদায়েত পেলো
যত ভ্রষ্ট পাপী দুরাচার
তোমার সাথে যাদের ছিলো আড়ি
একদিন তাদেরও ভেঙ্গেছিলো ভুল ॥
তোমারই সে পথে চলতে গিয়ে দেখি
সামনে বাধার পাহাড়
বাধার পাহাড় দলে সঠিক পথে চলে
তবু পার হই পারাবার
তোমারই সে পথে থাকবো অটুট
না না নড়বো না নড়বো না এক চুল ॥