গান: ঐ কালো পর্দা তুমি
কথা ও সুর: চৌধুরী গোলাম মাওলা
ঐ কালো পর্দা তুমি
টেনে টেনে ছিঁড়ে ফেলো
লাল জামাটা উড়িয়ে দাও
এই আঁধারে জোছনা ছড়াও
সাবধানে পা ফেলে এগিয়ে চলো ॥
সত্যের সুরমা নয়নে এঁকে
পথ চলি দিশাহীন অবিরাম
শত ষড়যন্ত্রের অভ্র ভেঙ্গে
পেতে চাই শাশ্বত পরিণাম
জীবনের মায়াজাল ছিন্ন করি
আপোষের লালসা দীর্ণ করি
শোষকের ও প্রাসাদ উপড়ে ফেলো ॥
আল্লাহকে প্রভু মোরা জেনেছি
রাসূলের পথ সেরা মেনেছি
সে পথেই আছে জানি স্বস্তি
সে সুখের সন্ধানে চলেছি।
যতদূর দেখা যায় শত্রু শিবির
ততদূর যাও তুমি সমুখে
বুকে ধর সাহসের নব কবিতা
ভাঙনের গান ধরো এ বুকে
এসো এসো গড়ি নয়া বিশ্ব
রইবে না যেথা কেহ নিঃস্ব
সেই শপথের বৃক্ষমূলে
ঢালো তোমার রক্ত ঢালো ॥