গান: ওরে মাঝির দল
কথা ও সুর: আবু মুস্তাফিজ
ওরে মাঝির দল
জীবন নদীর চলার পথে তরী বেয়ে চল
আল্লাহ তোদের সহায় আছেন
রসূল তোদের বল ॥
জীবন নদীর জোয়ার ভাটায় তুফান আসে যদি
ধৈর্য্য আর ঈমান বুকে রাখবি নিরবধি
আল্লাহর পথের সৈনিক তোরা হবি না চঞ্চল ॥
রাতের শেষে ভোর যে হাসে মধুর আজানে
আল্লাহ নবীর নাম যে আসে পাখির কলগানে।
এই দুনিয়ায় কারো কাছে করবি না শির নত
জেহাদ তরে তৈরি তোরা রইবি অবিরত
এই জগতের মোহমায়া নয়তো রে আসল ॥