গান: পাখি তুই কখন এসে বলে গেলি
কথা ও সুর: ফজল এ খোদা

পাখি তুই কখন এসে বলে গেলি
মুহাম্মদের নাম
যে নাম শুনে পৃথিবীকে
ভালবাসিলাম ॥

নামে এত মধু আছে আগে জানিনি
নামের গুণে রাত পোহাবে কভু ভাবিনি
এই নামেতে সবার চোখের ঘুম ভাঙ্গিলাম ॥

নামে এত শান্তি আনে আগে বুঝিনি
নামের মাঝে স্বর্গসুধা কভু খুঁজিনি
এই নামেরই অগ্নিশিখায় মন রাঙ্গিলাম ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *