গান: পণ করেছি সত্য ন্যায়ের গান যে গাবো ভাই
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক
পণ করেছি সত্য ন্যায়ের গান যে গাবো ভাই
সাইমুমের অরুণ-তরুণ শিল্পীসেনা ভাই ॥
মোদের কণ্ঠ ঝংকৃত হোক আল জিহাদের গানে
ইনকিলাবের বন্যা আনুক প্রতি প্রাণে প্রাণে
ঘুমিয়ে আছে যারা তাদের জাগাতে যে চাই ॥
খোদাদ্রোহী সংস্কৃতির লৌহ বুনিয়াদ
আল কুরআনের গজল গেয়ে করবো যে বরবাদ
বাতিল তমুদ্দুনের সাথে কোনই আপোষ নাই ॥
শিল্পী গায়ক নয়তো মোদের আসল পরিচয়
আল কোরআনের কর্মী মোরা বিপ্লবী নির্ভয়
শিল্পী থেকে কর্মী বড় সুর ছড়িয়ে যাই ॥