গান: পরের জন্য করলে কিছু | Porer Jonno Korle Kichu
কথা: মতিউর রহমান মল্লিক
সুর: জাফর সাদেক


পরের জন্য করলে কিছু
নিজের জন্য করা হয়
আল্লাহ্ তায়ালার তরফ থেকে
যায় পাওয়া যায় বিনিময়।

গরিব দুঃখীর মায়ায় যদি কাঁদে তোমার মন
তোমার জন্য অন্যের মন কাঁদবে রে তখন
তুমি হৃদয়হীন হলে যে
পাবে না অন্য হৃদয়।

আরেক জনের শোকের সাথে সঙ্গী হলে ঠিক
তোমার শোকের সঙ্গী পাবে এটাই স্বাভাবিক
তুমি সদয় হলে পাবে
অপরকেও যে সদয়।

অন্য কারো জন্যে তুমি করলে মোনাজাত
তা অবিকল তোমার তরে তোমার তোলা হাত
পরের জন্যে যা বিলাও তা
সব তোমারি সঙ্গে রয়।

#Alor Prova #Saimum 59 #আলোর প্রভা #সাইমুম ৫৯

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *