গান: প্রিয় আমার দেশের মাটি | Priyo Amar Desher Mati
কথা: আবুল আলা মাসুম
প্রিয় আমার দেশের মাটি প্রিয় বাংলাভাষা
খোদার দেয়া এই ভাষাটি আমরা ভুলব না
আমার দেশ আমার ভালোবাসা
আমার অহংকার আমার স্বপ্ন আশা।
খোদার দেয়া এই ভাষাতে আমরা গান গেয়ে যাই
এই প্রাণের প্রিয় ভাষায় জীবনের ছন্দ সাজাই।
আমার ভাষা আমার পরিচয়
পুণ্য শহীদ সম হিমালয়
অন্তরে এতো দেয় চেতনার আলো
জাগে স্বপ্ন আশা।
বর্ণমালা ছবি এঁকে যায়
লিখি জীবনেরি কথা
হারিয়ে যেতে দেব না কখনো
বর্ণমালার পাতা।
আমার ভাষা অনন্য অক্ষয়
সূর্যের চোখে ছড়াবে বিশ্বময়
সোনালি আলো দিয়ে মুছে দেব
আঁধারের কুয়াশা
আমার অহংকার আমার বাংলাভাষা।
#Alor Prova #Saimum 59 #আলোর প্রভা #সাইমুম ৫৯