গান: রাজার প্রজা । Rajar Proja
কথা ও সুর: রা‘আদ ইজামা
আমি রাজার প্রজা, থাকি সরল সোজা
অন্তরে আছে মোর সে রাজার ভয়
তার গোলামীতে হোক এ জীবন ক্ষয়
আমি মুক্ত থেকেও তারে ডাকতে পারি
দুখের বোঝা তাতে হয়না ভারী
এই বুকের ভিতর, এক স্নেহের চাঁদর
এ চাঁদর জড়িয়েছে সেই মহোদয়
আমি রাজার আদেশ মেনে চলতে থাকি
কোনো কাজে কভু/তাঁর দেই না ফাঁকি
তাই চাই যে আমি, রাজা দিবসযামী
আমার উপরে যেন খুব খুশি রয়
আমি ভুল করলেও ক্ষমা করে সে আমায়
এমন রাজা বলো কোথা পাওয়া যায়
এই চিন্তা করে, আমি হৃদয় ভরে
তার গুনগানে করি সুখ সঞ্চয়