গান: রাসূলুল্লার উম্মত আমি
কথা: মতিউর রহমান মল্লিক
সুর: তারিক মুনাওয়ার
রাসূলুল্লার উম্মত আমি এক খোদার বান্দাহ
তাগুতের উচ্ছেদে আমার হয়েছে পয়দা
আশরাফুল মাখলুকাত আমি খলিফা আল্লাহর
বাতিলের উৎখাতে জানি পয়দায়েশ আমার ॥
আমি মুসলিম চির বিপ্লবী
আমার ভয়ে কাঁপে আজাজিল
আমি মুজাহিদ সৈনিক শেরদিল
আমার স্বপ্ন হেরার রাজ নিখিল
আমার শক্তির উৎস যে ভাই
লা ইলাহা ইল্লাল্লাহ ॥
রাসূল আমার জিন্দা সিপাহসালার
আমি দুর্বার ঈমানের দাবদাহে
আমার লক্ষ্য খোদার খোশদিল
আমার আজাদী শহীদের ঈদগাহে
আমার নেতা কামলিওয়ালা
বিশ্বনবী মুস্তফা ॥
আমি আল্লাহ ছাড়া কাউকে মানি না
আমি তৌহিদের নির্ভীক সংগ্রামী
আমি ইসলাম ছাড়া কিছুই মানি না
জানি জিহাদ আমার শ্রেষ্ঠ বন্দেগী
খোদার বিধান কায়েম করতে
জীবন রাখি নাজরানা ॥
আমি ওমর বিন খাত্তাব দারাজ দিল
আমি খোদার শের খয়বরজয়ী আলী
আমি সাইফুল্লাহ খালিদ বিন অলীদ
খোদাদ্রোহীর বক্ষে ত্রাসের আগুন জ্বালি
আল কুরআনের শার্দুল আমি
সত্যের তলোয়ার ওয়ালা ॥