গান: সাগর নদী আর পাহাড় বনে | Sagor Nodi Ar Pahar Bone
কথা ও সুর: ফারুক আল মামুন
সাগর নদী আর পাহাড় বনে
পাখিদের গুনগুন গুঞ্জরণে
ভেসে আসে ওই সুমধুর তান
চারিদিকে শোন আল্লাহর জয়গান
আল্লাহ মহান ॥
শোন তুমি মন দিয়ে কোকিলের সুর
শুনতে লাগছে দেখো কতো না মধুর
মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান
রয়েছে তাহাতে কী সুধা অফুরান
কোথা পেল তাহারা এ সুর অম্লান
জবাব পাবে- দিলো খোদা মহীয়ান ॥
বলো যদি আকাশের ও চাঁদ তারা
কোথা পেলে স্নিগ্ধ এ জোছনা ধারা
সূর্যকে বলো যদি কোথা পেলে আলো
রাত্রি হলো কেন নিকষ কালো
কোথা পেলো মানব এক জীবন বিধান
জবাব একটা- সবই আল্লাহর দান ॥
#Alor Prova #Saimum 59 #আলোর প্রভা #সাইমুম ৫৯