গান: সেই সোনালি দিন সুখেরই দিন
কথা ও সুর: আবুল হোসাইন মাহমুদ
সেই সোনালি দিন সুখেরই দিন
আবার কবে ফিরে আসবে
দুঃখে শোকে ক্লিষ্ট মানুষ
আবার কবে তারা হাসবে ॥
ক্ষুধার জ্বালা পায় না খেতে
চেয়ে থাকে দু’হাত পেতে
বিত্তশালীরা সেইসব মানুষকে
বলো কবে ভালোবাসবে ॥
সুদিন আনতে তোমার কাছে
সবাই আজি চেয়ে আছে
সবহারাদের দুখ ঘোচাতে তুমি
আবার বলো কবে জাগবে ॥