সালাম সালাম হাজার সালাম | Salam Salam Hajar Salam 
কথা ও সুর: আবুল কাশেম
—————————–

আসসালাম ইয়া রাসূলাল্লাহ
আসসালাম ইয়া রাসূলাল্লাহ
আসসালাম ইয়া হাবিবাল্লাহ
সালাম সালাম হাজার সালাম হে প্রিয় রাসূল
হে বিশ্বনবী বিশ্বনেতা রাসূলে মাকবুল
তোমারই জন্যে দুনিয়া ব্যাকুল ॥

আজকের এ অশান্ত পৃথিবীতে
হে প্রিয় তোমায় মনে পড়ছে
তোমারই গড়া সেই সোনালি সমাজ
হৃদয় জুড়ে শুধু ভাসছে
তুমি গাইলে কী গান ওগো মাদীনার বুলবুল ॥

অবিচার অনাচার জুলুম অন্যায়
সমাজ থেকে তুমি করেছো বিদায় ॥

গড়েছিলে সুন্দর সুখেরই রাজ
দিয়েছিলে শাশ্বত মুক্তি
ছিলো না গো এতটুকু দুঃখ কোথাও
ছিলো শুধু অবারিত শান্তি
সেই শান্তি ও মুক্তি পাইতে আকুল
হে রাসূলে মাকবুল ॥

#Onupranon #Saimum 13 #অনুপ্রাণন #সাইমুম ১৩