গান: সালাম তোমাকে হাজারো সালাম
কথা ও সুর: খন্দকার রাশিদুল হাসান তপন
সালাম তোমাকে হাজারো সালাম
হে আমার নবী আকরাম ॥
পথহারা নদী গতির ধারায়
প্রবাহিত হলো তোমার ছোঁয়ায়
সুরভিত হলো তোমার ছোঁয়ায় ॥
আঁধারের কালো পথে হেঁটে যায়
তোমারি আলোরী ছোয়ায় ॥
চিরউন্নত দীন ইসলাম
তোমারি উসিলায় আমরা পেলাম ॥
গোলামে মুহাম্মদুহু ক্যেয়া ডারহে মুজকো
গোলামে উনকি গুজারা কারুঙ্গা
আজাল ছে পারি হু মে কদমো বে উনকি
জুদায়ি নাহার কি গাওয়ারা কারুঙ্গা ॥