গান: সালাম তোমাকে হাজারো সালাম
কথা ও সুর: খন্দকার রাশিদুল হাসান তপন
সালাম তোমাকে হাজারো সালাম
হে আমার নবী আকরাম
চির উন্নত দীন ইসলাম
তোমারই উসিলায় আমরা পেলাম ॥
পথহারা নদী গতির ধারায়
প্রবাহিত হলো তোমার ছোঁয়ায়
ঘন কুয়াশার কান্না মুছায়ে
সুরভি দিলে প্রাণ অফুরান ॥
আঁধারের কালো তোমার আলোয়
সরে সরে গিয়ে লুটায় ধুলোয়
শত শতদল পাপড়ি ছড়ায়ে
শত সুরে গায় প্রভাতের গান ॥