গান: সাহারাতে ফুটল রে ফুল
কথা ও সুর: কাজী নজরুল ইসলাম

সাহারাতে ফুটল রে ফুল
রঙীন গুলে লা লা
সেই ফুলেরই খুশবুতে আজ
দুনিয়া মাতোয়ালা ॥

সে ফুল নিয়ে কাড়াকাড়ি
চাঁদ সুরুজ গ্রহ তারায়
ঝুঁকে পড়ে চুমে সে ফুল
নীল গগণ নিরালা ॥

সেই ফুলেরই রওশনীতে
আরশ কুরসী রওশান
সেই ফুলেরই রঙ লেগে আজ
ত্রিভুবন উজালা ॥

সেই ফুলেরই গুলিস্তানে
আসে লাখো পাখি
সেই ফুলেরে ধরতে বুকে
দোলে রে ডালপালা ॥

চাহে সে ফুল জ্বীন ও ইনসান
হুর পরী ফেরেশতায়
ফকির দরবেশ বাদশা চাহে
তারে করতে গলের মালা ॥

চেনে রসিক ভোমরা বুলবুল
সেই ফুলের ঠিকানা
কেউ বলে হযরত মোহাম্মদ
কেউ বা কামলিওয়ালা ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *