গান: শিক্ষার আলো জ্বেলে দাও | Shikkhar Alo Jele Daw
কথা: জাকির আবু জাফর
সুর: জাফর সাদেক
শিক্ষার আলো জ্বেলে দাও
শিক্ষাই জীবনের প্রধান বাণী
শিক্ষা ছাড়া সব অন্ধ বধির
হয়ে চলে জীবনের দুঃখ গ্লানি ।
অজ্ঞরা ভালো ভেবে করে পাপ
মূর্খতা বড় বেশি অভিশাপ
দুর্গতি লেগে থাকে জনম জনম
আজীবন ফেলে শুধু চোখের পানি।
শিক্ষাই সুন্দর শিক্ষাই সুখ
শিক্ষাই মুছে দেয় জীবনের দুঃখ।
বিশ্বকে জয় করে জ্ঞানীরাই
নির্মল সুন্দর ধ্যানীরাই
ধ্যান জ্ঞান মিলে যারা শ্রেষ্ঠ মানুষ
আল্লার প্রিয় তারা আমরা জানি।
#Alor Prova #Saimum 59 #আলোর প্রভা #সাইমুম ৫৯