গান: শিল্পী তুমি হে রহমান
কথা: গোলাম মোহাম্মদ
সুর: আবুল কাশেম


শিল্পী তুমি হে রহমান
নাই তুলনা যার
তোমার তুলির রঙের ছটায়
জাহান একাকার ॥

সোনার খাঁচায় জীবন টিয়া
পালন কর রসদ দিয়া
বন বীথিকা সবুজ ক্ষেতে
কতই উপহার ॥

অসীম তোমার সৃষ্টি বহর
যার হুকুমে সিন্ধু নহর
সাঁঝ আকাশে মুচকি হাসে
তারার সমাহার ॥

তুমি বাঁচাও তুমি মারো
সকল জীবের লালন কর
ভ্রান্ত জনের পথের বিধান
জানাইলে হে রহমান
প্রার্থনা তাই দাও রে খুলে
মুস্তাকিমের দ্বার ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *