গান: শোনো হে মানুষ হারাইও না হুঁশ
কথা ও সুর: আবুল কাশেম
শোনো হে মানুষ হারাইও না হুঁশ
ভালো দেখো ভালো শোনো
আরো কিছু ভাবো
ভালো করো ভালো বলো
তবেই হবে ভালো ॥
ফাইটিং লাইটিং ডেশিং পুশিং
দেইখা মাথা জ্যাম
তারপরেও আছে ঘরে
কম্পিউটার গেইম
সারাটা দিন কত কিছু
লোড কইরাছে ব্রেইন
বলুন এবার সন্তান আপনার
ড্যাম হইবো না ক্যান ॥
হিন্দি ছবি ইংলিশ বাংলা হলিউড অ্যাকশন
ম্যাডনা আর বেলজ্যাকসন দেয় নর্তন কুর্দন
পাঁচ মেশালি কালচার দেইখা হইছে জাহাজেন
চলন বলন আচরণ তার হবেই তো তেমন ॥
চ্যানেল খুললেই মারপিট ধুমধাম
ফিলমি হাইজ্যাক
রাস্তাঘাটে বাস্তবে তা দেখেই হতবাক
অফিস আদালতে দেখে দুর্নীতির কাজ
কলুষিত দেখে হায় রে গোটা সমাজ
এত কিছু দেখে শুনে হয় যে বুদ্ধিজ্ঞান
তার দ্বারা সন্ত্রাস ছাড়া হবে কী লেনদেন ॥