গান: ষড়ঋতুর এই দেশে
কথা: হাসান আখতার
সুর: সম্মিলিত
ষড়ঋতুর এই দেশে
যেখানে রাত্রি নামে
সবুজ দিগন্ত শেষে ॥
গ্রীষ্মের খরতার তাপে
বর্ষার রিমঝিম পাতার ফাঁকে
উদাসী হাওয়ায় দোলে মন
মেঘলা নদীর দেশে ॥
পাতার মর্মর ধ্বনি
হৃদয়ে আবেগ ছড়ায়
বাতাসের গুঞ্জরণে ॥
শরতের ধানের ডগায়
হেমন্ত রূপালি শিশির ছড়ায়
শীতের সোনালি ভোরে
বসন্তে সুর পরশে ॥