গান: সুখের জীবন আরাম আয়েশ
কথা ও সুর: আবুল হোসাইন মাহমুদ
সুখের জীবন আরাম আয়েশ
সবই তো পেলি
বিনিময়ে দেখ না ভেবে কী বা দিলি?
না চাহিতে সকল কিছু পেলি যখন
খোদার দেওয়া সেই নিয়ামাত কর না স্মরণ
নিয়ামাতের কর রে শোকর যাসনে ভুলে ॥
চিরদিন থাকবি না তুই যাবি রে ওপার
কী পুঁজি নিলি রে পার হতে পারাবার ॥
শেষ বিচারের আদালতে মুক্তি পেতে
হবে রে তোর অনেক নেকি সঙে নিতে
সেই পাথেয় করতে জোগাড়
আয় রে সকলে ॥