গান: সিদ্দিকে আকবর ইবনে কুহাফা
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক
সিদ্দিকে আকবর ইবনে কুহাফা
রাসূলের অবিকল ছায়াছবি
দীনের তরে কে আর এমন
উজাড় করে দিলো যা কিছু সবই ॥
রাসূলের অনুগত কে আর এমন
রাসূলের প্রিয়তম কে আর এমন
রাসূলের ডাকে সদা তৈরি থাকেন
রাসূলের নীতিমালা অটুট রাখেন
হিজরতে দ্বিধাহীন দৃপ্ত সাহসী
আমাদের চির চেনা কোন সাহাবী ॥
রাসূলের জীবনের ব্যাখ্যা তিনি
আমরণ সংগ্রামে সংগী তিনি
রাসূলের রাষ্ট্রের স্থপতি
সন্ধ্যা তারার মতো ধ্রুবজ্যোতি
তার হাতে হলো শেষ মিথ্যা বাতিলী
ধোঁকাবাজ যত সব ভণ্ড নবী ॥