গান: সব দেশে আজ শোর উঠেছে
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক
সব দেশে আজ শোর উঠেছে
তৌহিদী ইনকিলাবের
কুল-মুসলিম প্রস্তুতি নেয়
ইসলামী বিপ্লবের ॥
কত কাল আর ঘুমাবি
সিপাহসালার সিংহ দিলীর
জ্বালামুখ নীরব রবে
আর কতকাল অগ্নিগিরির
মাথা তোল দে ঝাড়া গা
হিম হয়ে যাক বুক কাফেরের ॥
এতকাল জাগিসনি তাই
ভিড় জমেছে দেখ বাতিলের
জালিমের অত্যাচারে
উঠছে মাতম মজলুমানের
তবু কি জাগবি না তুই
আয় রাহবার দীপ্ত রাহের ॥
কোরআনের শাসন চেয়ে
মার খেয়েছে কেবল যারা
দিকে দিকে গড়ছে ঘাঁটি
দেখ চেয়ে ঐ আজকে তারা
কে আছিস বিপ্লবী আয়
খানিক আড়ির পথ ধরে দে ॥