গান: সব কিছুতে ভেজাল এখন
কথা: মতিউর রহমান মল্লিক
সব কিছুতে ভেজাল এখন ভাই
ভেজাল ছাড়া আসল কিছু নাই ॥
ঘরের বেড়ার চালে ভেজাল
মানুষ জনের চালে ভেজাল
জন্তু পশুর খালে ভেজাল
ভেজষ গাছের ছালে ভেজাল
গানের সুরে তালে ভেজাল
চালে ভেজাল ডালে ভেজাল
হরেক রকম মালে ভেজাল
নৌকা এবং পালে ভেজাল
যেদিক তাকাই কেবল ভেজাল পাই
ভেজাল ছাড়া আসল কিছু নাই ॥
লোহার কাচের খাজে ভেজাল
শরম ভরম লাজে ভেজাল
প্রেম প্রণয়ের মাঝে ভেজাল
সজ্জা এবং সাজে ভেজাল
কথায় ভেজাল কাজে ভেজাল
ভোট ব্যালটের ভাঁজে ভেজাল
সবচেয়ে যা বাজে ভেজাল
নেত্রী নেতার তাজে ভেজাল
ভেজাল ভেজাল ভেজাল যে দিক চাই
ভেজাল ছাড়া আসল কিছু নাই ॥
পেটে ভেজাল অন্ত্রে ভেজাল
মাড়ির সঙ্গে দন্তে ভেজাল
দেশ বিদেশের যন্ত্রে ভেজাল
দরবেশ সাধু সন্তে ভেজাল
তাবিজ তুমার মন্ত্রে ভেজাল
সর্ব পন্থা পন্থে ভেজাল
শুরুর থেকে অন্তে ভেজাল
এবং গণতন্ত্রে ভেজাল
ভেজাল ভেজাল ভেজাল যে দিক চাই
ভেজাল ছাড়া আসল কিছু নাই ॥
সকল কব্জা কলে ভেজাল
বিগ বসদের বলে ভেজাল
ওপর থেকে তলে ভেজাল
গুলিস্তানের ফলে ভেজাল
আর ওয়াসার জলে ভেজাল
এমনকি মুত মলে ভেজাল
পার্টি এবং দলে ভেজাল
হরদম আহা চলে ভেজাল
ভেজাল ভেজাল ভেজাল যে দিক ধাই
ভেজাল ছাড়া আসল কিছু নাই ॥
গোঁফও ভেজাল গোসাই ভেজাল
গোসত ভেজাল কসাই ভেজাল
তারদা ছুরির ঘসাই ভেজাল
অনেক জমির চষাই ভেজাল
বহু মারার আশাই ভেজাল
মিঞা ভেজাল মশাই ভেজাল
তাদের বৈঠক বসাই ভেজাল
দেশের আসল দশাই ভেজাল
ভেজাল ভেজাল ভেজাল করি খাই
ভেজাল ছাড়া আসল কিছু নাই ॥
কাঠ ভিজানো কাঠক ভেজাল
চাটনি ভেজাল চাটক ভেজাল
মিষ্টি থেকে আটক ভেজাল
ঝাটা ভেজাল ঝাটক ভেজাল
মামলা ভেজাল আটক ভেজাল
লাল দালানে ফটক ভেজাল
নভেল ভেজাল নাটক ভেজাল
পাঠ্য ভেজাল পাঠক ভেজাল
তাই রে নাই রে তাই রে নাই রে তাই
ভেজাল ছাড়া আসল কিছু নাই ॥
কাঁচায় ভেজাল পাকায় ভেজাল
সমষ্টি ও একায় ভেজাল
হোটেল মেসে থাকায় ভেজাল
দু’চোখ দিয়ে দেখায় ভেজাল
শিক্ষা এবং শেখায় ভেজাল
সোজা এবং বাঁকায় ভেজাল
লেখক ভেজাল লেখায় ভেজাল
বিশেষ করে ঢাকায় ভেজাল
চতুর্দিকে ভেজাল কয়লা ছাই
ভেজাল ছাড়া আসল কিছু নাই ॥
বাহারী ঘর বাড়ি ভেজাল
ঠিলে কলস চাড়ি ভেজাল
যানবাহন ও গাড়ি ভেজাল
সাত সমুদ্র পাড়ি ভেজাল
নর ভেজাল নারী ভেজাল
বয়স্ক চুল দাড়ি ভেজাল
অভিমান ও আড়ি ভেজাল
লুঙ্গি ভেজাল শাড়ি ভেজাল
এবং ভেজাল মাথা গোজার ঠাঁই
ভেজাল ছাড়া আসল কিছু নাই ॥
মেষ ভেড়াদের ওর্নে ভেজাল
ধূর্ত লোকের বর্ণে ভেজাল
অসভ্যদের কর্ণে ভেজাল
লুপ্তে ভেজাল স্বর্ণে ভেজাল
কর্তা ভেজাল কর্মে ভেজাল
জাত লোভীদের মর্মে ভেজাল
মিরজাফরের বর্মে ভেজাল
এনজিওদের ধর্মে ভেজাল
ভেজাল ভেজাল ভেজাল ষাড় গাই
ভেজাল ছাড়া আসল কিছু নাই ॥
তওবা পস্তা পস্তি ভেজাল
জেরা জবর দস্তি ভেজাল
রিংয়ের ধস্তা ধস্তি ভেজাল
মনের উপর গস্তি ভেজাল
ডোবার কাছের বস্তি ভেজাল
থানার বড় হস্তি ভেজাল
অফিস বাসের স্বস্তি ভেজাল
রাজনীতিতে দোস্তি ভেজাল
সবদিকে আজ ভেজাল মারছে ঘাই
ভেজাল ছাড়া আসল কিছু নাই ॥
তুলির আঁকা আর্টও ভেজাল
প্যান্ট টাই কোট শার্টও ভেজাল
ম্যাক্সি ও স্কার্ট ভেজাল
ডাট এবং স্মার্টও ভেজাল
বেচাকেনার চার্ট ভেজাল
টোটাল ভেজাল পার্টও ভেজাল
কোরা সতন সার্টও ভেজাল
রোড কোল ফেল পাটও ভেজাল
ভেজাল টাকা কড়ি পয়সা পাই
ভেজাল ছাড়া আসল কিছু নাই ॥
ভুল মাসলার ফেকার ভেজাল
ঋণের দায়ে ঠেকার ভেজাল
হাম্বারা সব মেকার ভেজাল
এবং ডবল ডেকার ভেজাল
কর্মবিমুখ বেকার ভেজাল
সামলাবেন ভাই কে কার ভেজাল
রেল লাইনের চেকার ভেজাল
সরকার কেয়ারটেকার ভেজাল
ভেজাল হাওয়া বইছে যে সাঁই সাঁই
ভেজাল ছাড়া আসল কিছু নাই ॥
নকশা করা কাঁথায় ভেজাল
দবভরস্ত কেতায় ভেজাল
এবং স্বাধীনচেতায় ভেজাল
এই আমাদের হেথায় ভেজাল
ঐ তোমাদের সেথায় ভেজাল
আগেও ছিল যেথায় ভেজাল
বিরাট বিরাট নেতায় ভেজাল
নির্বাচনে জেতায় ভেজাল
ভেজাল ভেজাল ভেজাল মরুর চাই
ভেজাল ছাড়া আসল কিছু নাই ॥
কোথাও জল তরঙ্গ ভেজাল
বহু সাধুর সঙ্গ ভেজাল
বুদ্ধিজীবীর ঢংও ভেজাল
তাদের রস ও রঙ্গ ভেজাল
র-সিআই এর সঙ্গ ভেজাল
পশ্চিমা সুর অঙ্গ ভেজাল
এবং জাতিসংঘ ভেজাল
তার সমস্ত অঙ্গ ভেজাল
ভেজাল ভেজাল ভেজাল বিশ্বটাই
ভেজাল ছাড়া আসল কিছু নাই ॥
বাজার করতে গেলে ভেজাল
বাজার করে এলে ভেজাল
যাবতীয় তেলে ভেজাল
বাইরে ভেজাল জেলে ভেজাল
যেখানে যাই মেলে ভেজাল
একটা কিছু চেলে ভেজাল
মেয়ে ভেজাল ছেলে ভেজাল
মূলত সব দেলে ভেজাল
এবং ভেজাল সংসারে আয় ভাই
ভেজাল ছাড়া আসল কিছু নাই ॥
কেবল মানা মানি ভেজাল
চামচার টানাটানি ভেজাল
অনেক জানা জানি ভেজাল
নিছক কানাকানি ভেজাল
সংবাদের চটকানি ভেজাল
অযথা সম্মানি ভেজাল
বিদেশের আমদানি ভেজাল
স্বদেশের রফতানি ভেজাল
এবং ভেজাল ময়দা আটার কাঁই
ভেজাল ছাড়া আসল কিছু নাই ॥
অনেক পেনের নিবি ভেজাল
অনেক পানের জিবি ভেজাল
কতেক পীরের জীবি ভেজাল
হঠাৎ টাকার ঢিবি ভেজাল
যাদের হিবি জিবি ভেজাল
নারীবাদের বিবি ভেজাল
চিড়িয়াখানার জীবি ভেজাল
এবং বুদ্ধজীবী ভেজাল
চতুর্দিকে ধানাই আর পানাই
ভেজাল ছাড়া আসল কিছু নাই ॥
বাদ্য ভেজাল বাদক ভেজাল
হালাল খাদ্য খাদক ভেজাল
অনেক সাধু সাধক ভেজাল
বহু অভিভাবক ভেজাল
পত্রিকা সম্পাদক ভেজাল
গবেষক ও ভাবক ভেজাল
অসংখ্য উৎপাদক ভেজাল
অনেক বক্তা ভাষক ভেজাল
এবং ভেজাল শহরে আর গাঁয়
ভেজাল ছাড়া আসল কিছু নাই ॥
কারোর আবার ব্যবসা ভেজাল
হাতের গড়া বাদশা ভেজাল
পাউন্ড আর পয়সা ভেজাল
ধানের গরম ভ্যাপসা ভেজাল
কলজে পিত্ত ফেফসা ভেজাল
হৃদয় ও মন একসা ভেজাল
নিজের তৈরি তেশতা ভেজাল
চামচা চেলা ভেবসা ভেজাল
এবং ভেজাল এদেরই খাই খাই
ভেজাল ছাড়া আসল কিছু নাই ॥
বিশ্ব ব্যাংকের অর্থে ভেজাল
দাতা গোষ্ঠির শর্তে ভেজাল
প্রশ্নে ভেজাল অর্থে ভেজাল
রাজনীতির আবর্তে ভেজাল
গুজের ও সময়ে ভেজাল
পৌরসভার গর্তে ভেজাল
কোনটা আসল ধরতে ভেজাল
আসল এ মর্তে ভেজাল
সবখানে যে ভেজালের হামলাই
ভেজাল ছাড়া আসল কিছু নাই ॥
অনেক মানুষ দামি ভেজাল
তাদের অনুগামী ভেজাল
অনেকের কাজ কামই ভেজাল
আবার কারো খামি ভেজাল
অনেক কিছুর দামই ভেজাল
ভেশ পুলিশ আসামী ভেজাল
অনেক বউয়ের স্বামী ভেজাল
এই যে দেখুন আমি ভেজাল
ভেজাল ভেজাল যা করি যা চাই
ভেজাল ছাড়া আসল কিছু নাই ॥
কেউ বলে ভাই জাপা ভেজাল
বাম বলয়ের বাপা ভেজাল
টুপির পিঠে ভাপা ভেজাল
ঢের কাগজের ছাপা ভেজাল
চাঁদাবাজদের কাপা ভেজাল
দাঁড়িপাল্লার মাপা ভেজাল
ম্যাডাম ভেজাল আপা ভেজাল
তাদের দারুণ চাপা ভেজাল
ভেজাল থেকে দায় হল বাঁচাই
ভেজাল ছাড়া আসল কিছু নাই ॥
তবুও আজো আসল আছে আছে মহান সত্য
সকল কিছুর ঊর্ধ্বে উঠে চাই তার আনুগত্য
সবাই আসুন একটা কথায় হই গড়ে উদ্বুদ্ধ
ভেজাল দিয়ে আরেক ভেজাল যায় না করা শুদ্ধ ॥