গান: সবার সেরা সৃষ্টি যে জন মুহাম্মদ তার নাম
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক
সবার সেরা সৃষ্টি যে জন মুহাম্মদ তার নাম
তামাম আলম দরুদ পড়ে সাল্লে আলা ওয়া সাল্লাম ॥
মরুর বক্ষ ঝর্ণাধারায় ভরিয়ে দিলো কে সে কে
আঁধার ধরায় আলোর নদী ছড়িয়ে দিলো কে সে কে
মানবতার গান গেয়ে কে জুড়িয়ে গেলো প্রাণ ॥
জীর্ণ প্রাণের আবর্জনা জ্বালিয়ে গেলো কে সে কে
প্রাণ দিয়ে সব প্রাণগুলোকে বিলিয়ে গেলো কে সে কে
বিলালো কে প্রাণে প্রাণে তওহীদ ধরাধাম ॥
এতিম দুঃখী বাসলো ভালো চোখ মুছালো কে সে কে
আমীর গরিব নেই ভেদাভেদ গাইলো বলো কে সে কে
জয় করিলো বিশ্বকে কে দিয়ে প্রাণের দাম ॥
সব মানুষের সব অধিকার বুঝিয়ে দিলো কে সে কে
আমীর গরিব নেই ভেদাভেদ গাইলো বলো কে সে কে
পথের মানুষ কোথায় গিয়ে পেলো নিবিড় ধাম ॥