গান: সবুজ সোনার স্বদেশ আমার
কথা: কামরুল ইসলাম হুমায়ুন
সুর: সাইফুল্লাহ মানছুর
সবুজ সোনার স্বদেশ আমার লক্ষ তারার ফুল
রূপে রসে গন্ধে ভরা নাই রে তাহার তুল ॥
দেশের মাটি কতই খাঁটি আহা আপন কত
সকাল সাঁঝে হৃদয় মাঝে জ্বালায় প্রদীপ শত
ঘুম ভাঙ্গানো পাখির গানে হৃদয় হয় ব্যাকুল ॥
নদীর বাঁকে নায়ের মাঝি উতলা হয় গানে
আকাশ গাঙে পাখির ভেলা মন যে আমার টানে
সাঁঝ আকাশের ওই লালিমা করে যে আকুল ॥
আমরা তোমায় ভালোবাসি জীবন মরণ মাঝে
তারই প্রমাণ দেবো মোরা মোদের সকল কাজে
এই এ শপথ খোদা মোদের কর গো কবুল ॥