গান: সন্ধ্যা প্রতিদিন আসে যায়
কথা ও সুর: তারিক মুনাওয়ার

সন্ধ্যা প্রতিদিন আসে যায়
শীতল ছায়ায় হিমেল হাওয়ায়
স্মরণ করে দিয়ে যায় ॥

এই জীবন নয়কো তোমার চিরদিন
এই পৃথিবী নয়কো তোমার চিরদিন
একদিন আসবে জীবনের সাঁঝ
বলে দিয়ে যায় ॥

সকালের মুখরতা বিকালেই শেষ
রং ধরা যৌবন জং ধরে শেষ।

মৃদু মৃদু সমীরণ ছুঁয়ে তোমায়
আজ আছি কাল নেই বলে দিয়ে যায়
একদিন আসবে জীবনের সাঁঝ
বলে দিয়ে যায় ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *