গান: সন্ত্রাসমুক্ত সোনার বাংলা
কথা ও সুর: আবুল কাশেম
সন্ত্রাসমুক্ত সোনার বাংলা এসো গড়ি ভাই
দুর্নীতি মুক্ত বাংলাদেশ এসো গড়ি সবাই ॥
এই দেশেরই কৃষক শ্রমিক
মুটে মাঝি ভাই
মাথার ঘাম পায়ে ফেলিয়া
কাজ করে সবাই
লাঞ্ছিত বঞ্চিত ওরা ওরা দুঃখী অসহায় ॥
অফিস আদালতে যদি দুর্নীতি না চলে
উন্নয়নের জোয়ার বইবে দেখবে সব মহলে
সহজ সরল সোনার দেশের সোনার মানুষরাই
সন্ত্রাসীদের হাতে থাকে জিম্মি সব সময়
ক্ষেত খামারে মিলে কলে
ওরাই উৎপাদন বাড়ায় ॥