গান: সন্ত্রাসী জুলুমবাজ
কথা ও সুর: আবুল কাশেম
সন্ত্রাসী জুলুমবাজ
ধ্বংস হোক নিপাত যাক
জনতার দুশমন
ধ্বংস হোক নিপাত যাক
সন্ত্রাসী নিপাত যাক ॥
দেশ জুড়ে সন্ত্রাসী হাতে গোনা কয়জন
ওদের হাতে কেন জিম্মি জনগণ
দেশব্যাপী মারো হাঁক ॥
হীন স্বার্থে ওদের করো না লালন
সেজে কেউ গডফাদার করো না পালন।
সন্ত্রাসী কাহারো বন্ধু হতে পারে না
সন্ত্রাস ছাড়া সেতো আর কিছু বোঝে না
ভেঙে দাও পুড়িয়ে দাও সন্ত্রাসীর বিষদাঁত
জুলুমবাজ নিপাত যাক ॥