সত্যের এ পথে চলো | Sotter E Pothe Cholo
কথা ও সুর: কামরুল ইসলাম হুমায়ুন
—————————–
সত্যের এ পথে চলো বহুদূর যাই চলে
বুক ভরা আশা নিয়ে নিরাশা দলে দলে ॥
এই পথে হও আজ আগুয়ান সারে সারে
সত্যের নিশান আজ তুলে ধরো বারে বারে
বাজাও মধুর সুর জাগাও পারান
তাপিত ঘুমন্ত সকলের ॥
সত্যের পথ কভু নয় নির্ঝঞ্ঝাট
জেনে নিও বন্ধু বন্ধুর এ পথঘাট।
তারপর একদিন আসবে যে শুভদিন
সুমহান বিজয়ে বাজবে সে মধুবীণ
চালাও অভিযান দাও সে আজান
সাড়া আজ পড়ে যাক ভুবনে ॥
#Onupranon #Saimum 13 #অনুপ্রাণন #সাইমুম ১৩