গান: সত্য ঢাকা যাবে না
কথা ও সুর: মতিউর রহমান মল্লিক

সত্য ঢাকা যাবে না
যতই চলুক বাহানা
খোদাদ্রোহী শক্তিগুলো
পড়ছে বেকায়দায়
জিহাদ তোদের ডাকছে মাঠে
আয় রে ছুটে আয় ॥

চোখ ধাঁধাঁনো বাতিগুলো
পড়ছে আজি খসে
বাতিল রাজের প্রসাদগুলো
পড়ছে আজি ধসে
নয়তো কোন আজব কিছু
ঘটছে যা হেথায় ॥

তৌহিদেরই বিপ্লবী সুর
আজকে কানে বাজে
খোদাভীতির আভাস মিলে
আজকে সবার কাজে
এমন মধুর নিয়মনীতি
মিলবে আর কোথায় ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *