গান: সত্য পথের দিশা হে মোর
কথা ও সুর: আবদুল লতিফ

সত্য পথের দিশা হে মোর
মোহাম্মদ রাসূল
তুমি অন্ধজনে পথ দেখালে
ভাঙলে যত ভুল ॥

সেই হেরার কঠিন ত্যাগ সাধনায়
আনলে আলো আঁধার ধরায়
নিলে সবহারাদের সকল পাওয়া
অকূলেরই কূল ॥

যখন অন্ধকারে ঢাকবে রাতি
থাকবে না কেউ পথের সাথী
তুমি আসবে তখন পথ দেখাবে
ছড়িয়ে নূরের ফুল ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *