গান: স্মৃতির অতলে গিয়ে | Sritir Otole Giye
কথা ও সুর: দিদারুল ইসলাম

স্মৃতির অতলে গিয়ে বার বার মনে পড়ে
মায়া ভরা দুটি আঁখি
¯স্নেহ মাখা ভালোবাসার সেই প্রিয় মুখ শুধু
দুঃখ কেবল, এত আগে কেন চলে গেলে মা।

অভাবে অনটনে কতদিন পার হলো
বুঝতে দাওনি মা
কতশত কষ্ট দুঃখ বেদনা
সয়েছ একা সব জ্বালা যাতনা
সেই সব স্মৃতি মনে পড়লে মাগো
কষ্টে বুকটা ফেঁটে যায় মা।

আজ এত ধন আর এত ঐশ্বর্য্য
স্বর্গীয় সেই সুখ কেন পাই না
অনেক কাছের জন এখনো আছে, তবু
তোমার মুখের প্রিয় ডাক শুনি না
এতো ভালোবাসাবাসি এত সুখ স্বপ্ন
তুমিহীনা সবকিছু শূন্য লাগে মা।

রোগে শোকে পড়ি যখন কত সেবা পাই শুধু
তোমার হাতের প্রিয় ছোঁয়া পাই না
কত রাত জেগে জেগে নয়ন মা ভিজিয়েছ
তোমার খোকন যেন ভালো হয়ে যায়
হে খোদা তুমি তাই মায়ের জন্য শুধু
রেখ চির শান্তির ঠিকানা।

#Abar Jodi Omar Eshe #আবার যদি ওমর এসে #Saimum-45 #সাইমুম-৪৫

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *