গান: সুবহে সাদিক হলো রে শুরু । Subhe Sadik Holo Re Suru
কথা: কে এম শাহীন আক্তার
সুর: মশিউর রহমান


সুবহে সাদিক হলো রে শুরু
আযানের ধ্বনি দিয়ে
ওঠো রে মুমিন পড় রে নামায
আল্লাহু আকবার নিয়ে ॥

নামায শেষে বেরিয়ে পরো
হালাল রুযির সন্ধানে
কোরআনের রজ্জু ধরো সবাই
থাকো শক্ত বন্ধনে
কু-পথ হতে থাকতে দূরে
আল্লাহর ভরসা নিয়ে ॥

জীবন পথে প্রতি পদে
আছে ধোঁকা শয়তানের
বিপথ হতে ফিরতে চাইলে
দাও সবাই শান বিবেকের
হবে রে জীবন পরিশুদ্ধ
চলবে পবিত্র হয়ে ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *