নিয়ম ও শর্তাবলী

নিয়ম ও শর্তাবলী — সাইমুম শিল্পীগোষ্ঠী

📝 নিয়ম ও শর্তাবলী

(সাইমুম শিল্পীগোষ্ঠীর অনলাইন ফি ও ভর্তি সংক্রান্ত নীতি)

১️⃣ সাধারণ শর্তাবলী

সাইমুম শিল্পীগোষ্ঠী একটি সাংস্কৃতিক ও প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠান, যেখানে শিক্ষার্থীরা সংগীত, আবৃত্তি, অভিনয়, সৃজনশীল লেখা ও অন্যান্য সাংস্কৃতিক বিষয়ে প্রশিক্ষণ নিয়ে থাকে।

প্রতিটি কোর্স বা প্রশিক্ষণ কর্মসূচি নির্দিষ্ট পরিকল্পনা ও ব্যয়ের কাঠামোর আওতায় পরিচালিত হয়। অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের নির্ধারিত ফি প্রদান করতে হয়, যা আবেদন জমা দেওয়ার পর কার্যকর হয়।

অনলাইন ফি প্রদানের সুযোগ কেবল ভর্তি বা বেতন সংক্রান্ত উদ্দেশ্যে প্রযোজ্য।

২️⃣ ফি ও রিফান্ড (ফেরত) নীতি

ভর্তি বা কোর্স শুরু হওয়ার পর ফি ফেরতযোগ্য নয়

কারণ, প্রশিক্ষণ শুরু হওয়ার পর সমস্ত খরচ (প্রশিক্ষক, স্থান, উপকরণ, পরিচালনা ব্যয়) নির্ধারিত হয়ে যায় এবং এটি শিক্ষার্থীর উপস্থিতি বা অনুপস্থিতির উপর নির্ভর করে না।

একজন অংশগ্রহণকারী প্রশিক্ষণ নিলেও কিংবা একাধিক অংশগ্রহণকারী নিলেও প্রতিষ্ঠানের ব্যয় প্রায় একই থাকে। মাঝপথে কোনো শিক্ষার্থী স্বেচ্ছায় কোর্স ত্যাগ করলে তার ফি ফেরতের সুযোগ নেই।

🔹 ব্যতিক্রম: ভুলবশত অতিরিক্ত অর্থ প্রদান বা ডুপ্লিকেট ট্রান্সাকশনের ক্ষেত্রে যথাযথ যাচাইয়ের পর ৭ কার্যদিবসের মধ্যে অর্থ ফেরত দেওয়া যেতে পারে। এর জন্য প্রমাণপত্র (লেনদেনের রসিদ বা স্ক্রিনশট) জমা দিতে হবে।

৩️⃣ তথ্য সুরক্ষা ও গোপনীয়তা

সাইমুম শিল্পীগোষ্ঠী শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য, মোবাইল নম্বর ও পেমেন্ট সংক্রান্ত সকল তথ্য নিরাপদে সংরক্ষণ করে।

এসব তথ্য কোনো তৃতীয় পক্ষের কাছে বিক্রি, প্রকাশ বা শেয়ার করা হবে না।

নিরাপত্তার স্বার্থে সমস্ত অনলাইন লেনদেনের লগ রেকর্ড আকারে সংরক্ষিত থাকবে।

৪️⃣ প্রতিষ্ঠানের অধিকার

সাইমুম শিল্পীগোষ্ঠী প্রয়োজনে নিয়ম, ফি কাঠামো বা প্রশিক্ষণ পদ্ধতিতে পরিবর্তন আনতে পারে।

যে কোনো পরিবর্তনের ক্ষেত্রে ওয়েবসাইটে বা অফিসিয়াল ঘোষণায় জানানো হবে।

৫️⃣ যোগাযোগ

ডিজিটাল লেনদেন, ভর্তি বা পেমেন্ট সংক্রান্ত যেকোনো প্রশ্নে যোগাযোগ করুনঃ

📞 মোবাইল: ০১৯৭০৫৭৮২২০

📧 ইমেইল: info@saimum.org

🌐 ওয়েবসাইট: www.saimum.org