গান: তোমার দেয়া এই দুনিয়া
কথা ও সুর: সংগ্রহ

তোমার দেয়া এই দুনিয়া
এই নীল আসমান
সাগর নদী বন বনানী
সবই তোমার দান ॥

তোমার দেয়া এই পথ ধরে
দীনের খুশবু পেলাম ভরে
সারা জীবন সিজদা দেবার
দাও প্রেম অফুরান ॥

তোমার আলো বাতাস পেয়ে
আমরা বেঁচে উঠি
হাজার লাখো গোলাপ হয়ে
দিকবিদিকে ছুটি।

তোমার পতাকা নিয়েছি হাতে
সংকট ঘেরা আঁধার রাতে
এই দুনিয়ায় এনে দিতে
নতুন দিনের গান ॥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *