গান: তোমার নামের গানে | Tomar Namer Gane
কথা: অবদুল গাফফার
সুর: মশিউর রহমান
তোমার নামের গানে
প্রভু তোমার নামের সুরে
আমার কণ্ঠ ব্যস্ত থাকুক
সারা জীবন জুড়ে ॥
যে গান গেলে জুড়ায় আমার
প্রাণের শত জ্বালা
আল্লাহ নামের সেই গানই হোক
আমার গলের মালা
যে গান গেলে যায় পাওয়া যায়
তোমার ভালোবাসা
পরপারে ঠাঁই পাওয়া যায়
তোমার আরশ নীড়ে ॥
যে গান শুনে ভ্রান্ত পথিক
পায় সুপথের আলো
আল কুরআনের সেই সুর ও তান
আমার কণ্ঠে জ্বালো
দীন কায়েমের স্বপ্ন জাগায়
যে গান প্রাণে প্রাণে
সে গান যেন গাইতে পারি
হাজার লোকের ভীড়ে ॥
#Allahoke Sotti Valobashe Je #Saimum 33 #আল্লাহকে সত্যিই ভালোবাসে যে #সাইমুম ৩৩