গান: তোরা যারে মরণ বলিস
কথা ও সুর: ডা. মোরশেদ আলী
তোরা যারে মরণ বলিস মরণ সে তো নয়
ওই মরণের সাঁঝের বেলা আরেক সূর্যোদয় ॥
সেই সুরুজের রশ্মির-ছটায়
গাফেল দীলের চোখ খুলে যায়
কবর হাশর সকল খানে আলোয় আলোকময় ॥
এই জীবন শেষ হলে যে আরেক জীবন শুরু
মরুদ্যানের পাবি দেখা পার হলে মরু।
মরণ দুয়ার খুলবে যখন
আরেক জগৎ দেখবে তখন
সেই জগতে যেতে করো পুণ্যের সঞ্চয় ॥