গান: ত্রিভুবনে শোর উঠেছে
কথা ও সুর: চৌধুরী আবদুল হালিম
ত্রিভুবনে শোর উঠেছে
লা ইলাহা ইল্লাল্লাহ
হক লা ইলাহা ইল্লাল্লাহ ॥
হু আল্লাহু ঝরছে বাদল
রহমত ঝরছে ইল্লাল্লাহ
তামাম জাহান উঠলো মেতে
হাসবি রাব্বি জাল্লাল্লাহ ॥
দোয়েল কোকিল যায় রে উড়ে
ঐ নামেরই সুর ছড়িয়ে
আকাশ বাতাস গেয়ে বেড়ায়
লা ইলাহা ইল্লাল্লাহ ॥