গান: তুমি আছো হৃদয়ের গভীরে
কথা ও সুর: তারিক মুনাওয়ার
তুমি আছো হৃদয়ের গভীরে
ভুলবো তোমায় বলো কী করে ॥
দেখি নাই তোমারে কোনদিন
তবু আছো স্মরণে অমলিন
প্রেমের ভুবনে
তোমারই বিরহ ব্যথায়
নিশীথের শেফালিরা ঝরে ॥
তোমায় ভুলে যদি যাই গো কভু
সে হবে আমারই পরাজয়
আমার সকল আশার আলো
অবেলায় হারিয়ে যাবে হায় ॥
তোমারে যতবার খুঁজেছি
কোরআনের পথ ততো বুঝেছি
নিজেকে চিনেছি হে রাসূল নবীজী তোমার
পাঠানো ঠিকানা পড়ে ॥