গান: তুমি আড়াল পেতে | Tumi Aral Pete
কথা: গোলাম মোহাম্মদ
সুর: মশিউর রহমান


তুমি আড়াল পেতে
কেমনে রবে দূরে
বলবে তুমি এই তো আমি
আমার গানের সুরে ॥

আদম নূহ যেমন করে গেয়ে
দুখের দিনে তোমায় গেলো পেয়ে
তেমনি আমি হৃদয় ঢেলে
গাইবো সুরে সুরে ॥

আমি কি আজ ভুলে যেতে পারি
বলবে তুমি কষ্ট করে ভারী
সুখের লোবান ছড়িয়ে দিবে
তুমি হৃদয়পুরে ॥

যদি তুমি বকুল ঝরা সাঁঝে
গন্ধ ছড়াও আমার কাজে কাজে
দুনিয়া আমার বেহেশত হবে
তোমার নূরে নূরে ॥

#Allahoke Sotti Valobashe Je #Saimum 33 #আল্লাহকে সত্যিই ভালোবাসে যে  #সাইমুম ৩৩

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *