গান: তুমি বিনা তরী যে মোর চলে না
কথা ও সুর: চৌধুরী গোলাম মাওলা
ও বন্ধু রে ও বন্ধু রে
তুমি বিনা তরী যে মোর চলে না
মদীনাতে রইছো ঘুমাই
সোনার মাটির তলে
সংসারের এই অথৈ নদে
ভাসলাম চোখের জলে
পাপের দোলায় দুলছি শুধু
কূলের নাগাল পাইলাম না ॥
এই ধানের দেশে গানের দেশে
শাহজালালের প্রাণের দেশে
ছিল কতো সুখ
এখন সাধুতার হইল মরণ
দিনে দিনে দিন চলে যায়
বাড়ে শুধু দুঃখ ॥
এক চোখে মোর কাঁদছে কাবা
রওজা আর এক চোখে
মরণকালে পাই যেন গো
তোমায় গহীন বুকে
শাফায়াতের ছোঁয়া দিও
এই দুঃখীর কথা ভুইলো না ॥