গান: ইয়া নবী পেয়ারা নবী সাল্লে আলা
কথা ও সুর: সংগ্রহ
ইয়া নবী পেয়ারা নবী সাল্লে আলা মুহাম্মদ
ইয়া নবী মুস্তফা
খোদারই নাম নিয়ে দিলাম আমি তওবা এই
পাপে তাপে ইস্তফা ॥
আমি যে দীন দুখী নেইকো সাথী সঙ্গীহীন
ভরসা নেই তো আমার যদি থাকি উদাসীন
আমার এই হৃদয়ে দাও নূর তোমার আলোকে
এনে দাও আরো জ্যোতি আমার এ পোড়া চোখে
তুমি যে পুলসিরাতের কাণ্ডারী
তুমি যে রহমতের ভাণ্ডারী
ইহকালে পরকালে তুমি বিনা নাই সাথী ॥
আঁধার এ ভুবনে হায় তুমি এলে আলো নিয়ে
বেহুঁশ হলো সবে তোমারই শরাব পিয়ে
তৌহিদের ডাক দিলে মরুভূমি সাহারায়
সে ডাকে ছুটে এলো পাপী তাপী অসহায়
তুমি যে নবীজী কামলিওয়ালা
তোমারই বরকতে যাবে বালা
যা আছে সবই আমার
দিয়ে দিলাম নাজরানা ॥